প্রধানমন্ত্রীকে সাকিব-মুশফিকের শুভেচ্ছা


প্রকাশিত: ১২:৪৮ পিএম, ০৩ অক্টোবর ২০১৫

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ সম্মাননা `চ্যাম্পিয়ন অব দ্য আর্থ` আর আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের ‘আইসিটি অ্যাওয়ার্ড’ পুরস্কার পাওয়ায় সকল স্তরের মানুষজন সাথে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। তাদের হয়ে গণভবনে বিকেলে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

পরিবেশের ওপর অনুপ্রেরণামূলক কর্মকা-ের জন্য চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার পান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিবেশের ওপর ইতিবাচক প্রভাব ফেলেছেন এমন রাষ্ট্রের নেতা, সুশীল সমাজের সদস্য ও বেসরকারি খাতের মোট পাঁচ ব্যক্তিকে প্রতিবছর এ পুরস্কার দেওয়া হয়। চ্যাম্পিয়ন অব দ্য আর্থ জাতিসংঘের পরিবেশবিষয়ক সর্বোচ্চ সম্মাননা।

এমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।