টেকনাফে তালিকাভুক্ত মানবপাচারকারী আটক


প্রকাশিত: ১২:০৭ পিএম, ০৩ অক্টোবর ২০১৫

কক্সবাজারের টেকনাফে তালিকাভুক্ত মানবপাচারকারী আবুল হাশেম পোয়া মাঝিকে (৪৬) আটক করেছে পুলিশ। আটক আবুল হাশেম পোয়া মাঝি সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়ার আবু তাহেরের ছেলে। শনিবার বিকেলে উপজেলার সাবরাং ইউনিয়নের প্যান্ডলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার জানান, বিকেলে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সাবরাং ইউনিয়নের প্যান্ডলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

কাশেম সাগর পথে মানবপাচারকারীদের শীর্ষ একজন। তার বিরুদ্ধে টেকনাফ থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে কক্সবাজার আদালতে প্রেরণ করা হবে।

এদিকে, এলাকাবাসী জানায়, আটক পোয়া মাঝি প্রশাসনের হাত থেকে রক্ষা পেতে শাহপরীরদ্বীপ এলাকা ছেড়ে সাবরাং প্যান্ডল পাড়া এলাকায় জমি ক্রয় করে বাড়ি নির্মাণ করছিল। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে শনিবার সাবরাং তিনি নতুন বাড়িতে পুলিশের হাতে আটক হয়েছেন। তার অপর সহযোগী ফিরোজ, কালাম্মা, হামিদসহ অনেকেই এখনো ধরা ছোঁয়ার বাহিরে রয়ে গেছে।

সায়ীদ আলমগীর/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।