ঢাবির পঞ্চাশ দশকের ১৩ শিক্ষার্থীকে সংবর্ধনা


প্রকাশিত: ১১:৫৩ এএম, ০৩ অক্টোবর ২০১৫

‘শতবর্ষের পথে বাংলা বিভাগ’ এ প্রতিপাদ্যে বিভাগের পঞ্চাশ দশকের ১৩ সাবেক শিক্ষার্থীকে  সংবর্ধনা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বাংলা অ্যালামনাই এসোসিয়েশন। শনিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে আয়োজিত প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠানে তাদের এ সংবর্ধনা দেয়া হয়।

তারা হলেন, বাংলা বিভাগের ৫০ দশকের(১৯৫৫-৫৯)শিক্ষার্থী অধ্যাপক সানজীদা খাতুন, অধ্যাপক ড. রফিকুল ইসলাম, অধ্যাপক আনিসুজ্জামান, মইজউদ্দীন আহমেদ, অধ্যাপক নূর-উল-আলম, অধ্যাপক চেমন আরা, অধ্যাপক মোহাম্মদ আবদুল আউয়াল, অধ্যাপক মাহমুদ শাহ কোরেশী, অধ্যাপক মমতাজউদ্দীন আহমদ, অধ্যাপক শওকত আলী, অধ্যাপক মাহমুদা খাতুন, অধ্যাপক রাজিয়া সুলতানা ও অধ্যাপক মুহম্মদ সাদেক আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক| তিনি সাবেক শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

প্রায় সহস্রাধিক প্রাক্তন ছাত্র-ছাত্রীর অংশগ্রহণে ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় চেয়ারপারসন অধ্যাপক ড. বেগম আকতার কামাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক সৈয়দ মোহাম্মদ শাহেদ।

আরেফিন সিদ্দিক বলেন, বাঙালির ভাষা সংস্কৃতি আর বাংলাদেশের অস্তিত্ব বিনির্মাণের সঙ্গে বাংলা বিভাগের শিক্ষক, ছাত্র-ছাত্রীদের কর্ম, চেতনা ও বিদ্যাচর্চা এগিয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে বাঙালির কৃষ্টি ও আত্মমর্যাদার সঙ্গে নতুন প্রজন্মের সেতুবন্ধন রচনার দায়িত্ব ও নেতৃত্ব এই বাংলা বিভাগের।

উপাচার্য প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপনের বিষয়ে বলেন, প্রাক্তনদের সম্মানিত করে আমরা নিজেরা সম্মানিত হই। বিশ্ববিদ্যালয়, বিভাগ, এ্যালামনাই এসোসিয়েশনের দায়িত্ব হলো প্রাক্তনদের সম্মাননা জানানো।বাংলা অ্যালামনাই বিশ্ববিদ্যালয়ের পক্ষে সে দায়িত্ব পালন করছে বলে তাদের ধন্যবাদ জানান উপাচার্য।

পুনর্মিলনী অনুষ্ঠানের বিকেলের অধিবেশনে ছিল স্মৃতিচারণা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যাপক ড. রফিকুল ইসলাম।  
এমএইচ/জেডএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।