প্রীতি ম্যাচে জকোভিচের কাছে নাদালের হার
শুক্রবার ব্যাংককে অনুষ্ঠিত একটি প্রীতি ম্যাচে বিশ্বের এক নম্বর খেলোয়াড় নোভাক জকোভিচ সহজেই প্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালকে পরাজিত করেছেন। থাইল্যান্ডের পর্যটন শিল্পকে চাঙ্গা করার লক্ষ্যেই এই ম্যাচের আয়োজন করা হয়েছে বলে আয়োজক সূত্রে জানা গেছে।
ব্যাংককের পূর্বাঞ্চলীয় হুয়া মার্ক ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে ২৮ বছর বয়সী সার্বিয়ান তারকা ৬-৪, ৬-২ গেমে স্প্যানিশ নাম্বার ওয়ান নাদালকে পরাজিত করেন। ম্যাচটি স্থানীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হয়েছে। মূলত সার্ভিস প্রাধান্যকারী ম্যাচটিতে লম্বা র্যাালি খুব কমই হয়েছে। এক ঘন্টার ম্যাচটিতে জকোভিচ প্রথম সেটের দ্বিতীয় গেমেই ব্রেক পয়েন্ট পান। পরে আর ম্যাচে ফিরে আসতে পারেননি নাদাল। ২০০৪ সালের পরে প্রথমবারের মত কোন গ্র্যান্ড স্ল্যাম ছাড়া বছর শেষ করা নাদাল দ্বিতীয় সেটেও দ্রুত ব্রেক পয়েন্ট উপহার দিয়ে জকোভিচের জয় তরান্বিত করেন।
এমআর