নিরপেক্ষ ভেন্যুতে খেলতে রাজি অস্ট্রেলিয়া!
দীর্ঘ ৯ বছর পর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও নিরাপত্তাজনিত ঝুঁকির বিষয়টি উল্লেখ করে শেষ পর্যন্ত বাংলাদেশ সফর স্থগিত করে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। তবে এবার নিরপেক্ষ কোন ভেন্যুতে এই সিরিজ খেলতে আগ্রহী অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী সাদারল্যান্ড বাংলাদেশ সরকার ও ক্রিকেট ভক্তদের প্রতি দুঃখ প্রকাশ করে বলেন, তারা আমাদের বিপক্ষে দীর্ঘদিন পর টেস্ট ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল কিন্তু নিরাপত্তার কারণে শেষ পর্যন্ত তা আর হয়ে উঠেনি। আমরা এই মুহূর্তে অসহায়, কেননা বাংলাদেশ ছাড়াও উপমহাদেশের বেশ কয়েকটি দেশ এখন আমাদের জন্য নিরাপদ নয়!
এসময় বিবৃতিতে তিনি আরো বলেন, বাংলাদেশ ক্রিকেট দল তাদের সেরা সময় অতিক্রম করছে। তাই তারা চাইলে নিরপেক্ষ কোন ভেন্যুতে এই সিরিজটি আয়োজন করা যেতে পারে। যদিও এই বিষয়টি সম্পূর্ন নির্ভর করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের উপর। স্থগিত হওয়া সিরিজটি কখন , কোথায় আয়োজন করা যায় এই বিষয় নিয়ে বিসিবির সাথে খুব শীঘ্রই আলোচনা করা হবে বলেও ব্যক্ত করেন তিনি।
এমআর/এমএস