ফুটবলেও জয় পেল বাংলাদেশ


প্রকাশিত: ০৫:২৩ পিএম, ২৭ অক্টোবর ২০১৪

ক্রিকেটে জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টে বাংলাদেশের ৩ উইকেটে জয়ের পর এবার শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। রাজশাহীর শহীদ মুক্তিযুদ্ধ স্টেডিয়ামে সোমবার বিকেলে শ্রীলংকাকে ১-০ গোলে হারায় মামুনুল হোসেনের দল।

 

ম্যাচের প্রথম মিনিটেই আক্রমণে যায় বাংলাদেশ। শ্রীলঙ্কার খেলোয়াড়রা সেটা রুখতে গেলে কর্নার পায় লাল-সবুজ জার্সিধারীরা। অধিনায়ক মামুনুল ইসলামের কর্নার কিক পেয়ে যান এমিলি। দারুণ এক হেড নেন। কিন্তু শ্রীলঙ্কার এস কুমারা গোললাইন থেকে বলটি রক্ষা করেন।

 

দ্বিতীয় মিনিটে আবারো কর্নার পায় সাইফুল বারী টিটুর শিষ্যরা। কর্নার থেকে উড়ে আসা বলে নিয়ে ডি বক্সের মধ্যে ঢুকে পড়েন মামুনুল। তাকে অবৈধভাবে ফেলে দেন শ্রীলঙ্কার সহ-অধিনায়ক এন রোশান। পেনাল্টির বাঁশি বাজাতে ভুল করেননি রেফারি মিজানুর রহমান। পেনাল্টি থেকে ম্যাচের দ্বিতীয় মিনিটে জয় সুচক একমাত্র গোলটি করেন জাহিদ হাসান এমিলি।

 

যশোরের মতো রাজশাহীতেও ফুটবলের প্রতি দর্শকের ভালোবাসা বিন্দুমাত্র ঘাটতি নেই। গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ। তবে যশোর শামসুল হুদা স্টেডিয়ামের গ্যালারি উপচে মানুষ যেভাবে মাঠের ভেতর ঢুকে পড়েছিল, রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে তেমনটি নয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।