শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে গেলেন সামি


প্রকাশিত: ১১:০৪ এএম, ২৭ অক্টোবর ২০১৪

আসন্ন ভারত-শ্রীলঙ্কা সিরিজ থেকে চোটের কারণে ছিটকে গেলেন বাংলার পেসার মহম্মদ সামি ৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে প্রথম তিনটি ম্যাচে খেলতে পারবেন না তিনি ৷ সামির পরিবর্তে প্রথম তিনটি ম্যাচে মুম্বইয়ের ডানহাতি পেসার ধবল কুলকার্নিকে দলে নেওয়ার সিদ্ধান্ত নেন জাতীয় নির্বাচকরা ৷

সদ্যসমাপ্ত ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ধরমশালা ওয়ান ডে-তে চোট নিয়ে মাঠে নেমেছিলেন টিম ইন্ডিয়ার ভরসামান পেসার সামি ৷ কিন্তু ডান পায়ের পাতার চোটের জন্য সামিকে ১০ দিন বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা৷ বিশ্বকাপের মাস চারেক আগে কোনওরকম ঝুঁকি নিতে চাননি নির্বাচকরা ৷ তাই দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে প্রথম তিন ম্যাচে সামিকে বিশ্রাম দিয়ে কুলকার্নিকে দলে নেয়ার সিদ্ধান্ত নেয় সন্দীপ পাতিল অ্যান্ড কোং ৷ চলতি বছরে ইংল্যান্ড সফরেই ওয়ান ডে অভিষেক হয় কুলকার্নির৷

আপাতত প্রথম তিনটি ওয়ান ডে ম্যাচের জন্যই দল বেছে নিয়েছেন নির্বাচকরা ৷ পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলতে মঙ্গলবারই মুম্বইতে পা রাখছেন অ্যাঞ্জেলো ম্যাথিউজরা ৷ বৃহস্পতিবার মনোজ তিওয়ারির ভারত ‘এ’ দলের বিরুদ্ধে একটি প্র্যাক্টিস ম্যাচ খেলবে শ্রীলঙ্কা ৷ ২ নভেম্বর সিরিজের প্রথম ম্যাচে কটকে মুখোমুখি হবে ভারত-শ্রীলঙ্কা ৷

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।