চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন


প্রকাশিত: ০৮:৪২ এএম, ০২ অক্টোবর ২০১৫

চাকরি জাতীয়করণ ও ট্রাস্ট আইন বাতিলের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন করেছে কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা। জেলা সিএইচসিপি অ্যাসোসিয়েশন এ কর্মসূচির আয়োজন করে।

শুক্রবার সকালে কিশোরগঞ্জ জেলা হাসপাতালের সামনে প্রায় একঘণ্টা ব্যাপী মানববন্ধনে জেলার ১৩টি উপজেলায় কর্মরত কমিউনিটি ক্লিনিক কর্মচারীরা অবিলম্বে সরকারের প্রতিশ্রুতি অনুযায়ি চাকরি জাতীয়করণের দাবি জানান। একই দাবিতে তারা জেলা সিভিল সার্জন ডা. মোখলেছুর রহমানের হাতে প্রধানমন্ত্রীর কাছে লেখা একটি স্মারকলিপি তুলে দেন।

মানববন্ধনে বক্তৃতা করেন, জেলা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. সাইফুল হক ভূইয়া, সহ-সভাপতি সানাউল হক হিরা, সংগঠনের কেন্দ্রিয় মহিলা বিষয়ক সম্পাদিকা জেসমিন সুলতানা, মো. খোকন মিয়া, রফিকুল ইসলাম, নাজমুল হক প্রমুখ।

নূর মোহাম্মদ/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।