আ.লীগ নেতাকর্মীরাই সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে


প্রকাশিত: ০৮:৩৮ এএম, ০২ অক্টোবর ২০১৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স (বিএনএ) সভাপতি ব্যারিস্টার নাজমুল হুদা বলেছেন,  আপনি দেশের বিভিন্ন ধরণের উন্নয়নমূলক কাজ করছেন। আপনি জাতিসংঘ থেকে পদক পেয়েছেন। কিন্তু আপনার সেই ভাবমূর্তি নষ্ট করে আওয়ামী লীগের নেতাকর্মীরা সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ভারতীয় উপমহাদেশের অহিংস আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর ১৪৬তম জন্মদিন ও অহিংস দিবস উপলক্ষে জাতীয় গণতান্ত্রিক লীগ এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা আইনজীবী পরিষদের যৌথ আয়োজনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি আরো বলেন, আপনি দেশে উন্নয়নের কাজ করছেন। আর সেটা রাস্তার বের হলেই সবার চোখে পড়ে। কিন্তু দেশে একটি নিরপেক্ষ নির্বাচন না হলে এই উন্নয়ন থাকবে না।

নাজমুল হুদা বলেন, বর্তমান দেশ চলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে। তিনি যা বলেন তাই হয়। তাই একমাত্র প্রধানমন্ত্রী চাইলেই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের রাজনীতির বিদ্ধমান সংকট দূর করতে পারেন। অন্যথায় সম্ভব নয়।

তিনি আরো বলেন, এখন জনগণের ক্ষমতা জনগণের হাতে নেই। একটি রাজনৈতিক দল ক্ষমতা দখল করেছে। এভাবে চলতে থাকলে দেশের সহিংসতা আরো বৃদ্ধি পাবে।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা আইনজীবী পরিষদের সভাপতি শামসুল আলম দুদুর সভাপতিত্বের আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল বাসেদ মজুমদার, মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আশরাফুন্নেসা মোশাররফ, জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান মোস্তাক আহমেদ ভাসানী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।

আএসএস/এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।