প্রথম টেস্টে জয় পেল বাংলাদেশ


প্রকাশিত: ১০:১৭ এএম, ২৭ অক্টোবর ২০১৪

সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ৩ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। আসলে সহজ ম্যাচ কিভাবে কঠিন করে জিততে হয়, সেটাই ক্রিকেট বিশ্বকে দেখিয়েছেন বাংলাদেশী ব্যাটসম্যানরা। তাই ১০১ রানের টার্গেটে পৌছাতে ৭ উইকেট হারাতে হয়েছে তাদের। তারপরও সান্ত্বনার জয় পেয়েছে মুশফিকুরের দল।

দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে বাংলাদেশের বোলিং তোপে নাকাল হয়েছে জিম্বাবুয়ে। তাই গুটিয়ে যাওয়ার আগে ১১৪ রান তুলতেই গলদঘর্ম হতে হয়েছে সফরকারীদের। মূলত তাইজুল ইসলামের স্পিন ঘূর্ণিতেই গুঁড়িয়ে গেছে তাদের ব্যাটিং লাইনআপ। একাই ৮ উইকেট নিয়েছেন এই স্পিনার। এ জন্য তার খরচ হয়েছে ৩৯ রান। এ ছাড়া সাকিব ও শাহাদাৎ হোসেন নিয়েছেন একটি করে উইকেট।

জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে ৭ উইকেট হারিয়ে গন্তব্যে পৌঁছেছে বাংলাদেশ। সর্বোচ্চ ২৮ রান করেছেন মাহমুদউল্লাহ। এ ছাড়া অপরাজিত ২৩ রান করেছেন মুশফিক। আর হার না মানা ১৫ রান করেছেন তাইজুল ইসলাম।

এর আগে প্রথম ইনংসে জিম্বাবুয়ে অলআউট হয়েছিল ২৪০ রানে। সাকিব নিয়েছিলেন ৬টি উইকেট। আর প্রথম ইনিংসে বাংলাদশে করেছিল ২৫৪ রান। এ জয়ে ৩ টেস্টের সিরিজে ১-০ তে এগিয়ে গেছে বাংলাদশে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।