মৃত্যু পরোয়ানা শুনলেন সাকা চৌধুরী
মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে মৃত্যু পরোয়ানা পড়ে শোনানো হয়েছে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা এ তথ্য নিশ্চিত করেছেন।
জেল সুপার বলেন, মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সালাহউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যু পরোয়ানার কপি কাশিমপুর কারাগারে পৌঁছায় রাত ৮টা ৫৫ মিনেটে। পরে কিছু আনুষ্ঠানিকতা শেষ করেই রাত ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত জেল কোড ও আইসিটি অ্যাক্ট অনুয়ায়ী তাকে এ রায় পড়ে শোনানো হয়েছে।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের একজন ম্যাসেঞ্জার লাল কাপড়ে মোড়ানো এ পরোয়ানাটি নিয়ে আসেন। মাইক্রোবাস যোগে কারাগারে আসার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
জেল সুপার আরো বলেন, মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা চৌধুরী) আপিলের রায় শুনে স্বাভাবিক রয়েছেন। এ অবস্থায় তিনি মোটেই বিচলিত নন, তিনি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছেন। পরোয়ানা শুনার আগেই তিনি রাতের খাবার খেয়েছেন।
তিনি আরো জানান, সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে স্বাক্ষাতের সময় এ রায়ের জন্য তাকে মোটেও বিচলিত মনে হয়নি। মানসিকভাবে অনেকটা স্বাভাবিক এবং ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামি হিসেবে অনেকটা শক্ত অবস্থানেই রয়েছেন। তিনি জানান, যেহেতু ফাঁসির রায় আগেই হয়ে গেছে। তাই আজ তাকে আনুষ্ঠানিকভাবে পরোয়ানাটি পড়ে শোনানো হয়েছে।
কারা সূত্র জানায়, যুদ্ধাপরাধের মামলায় ২০১২ সালের ২৩ অক্টোবর সালাহউদ্দিন কাদের চৌধুরীকে এ কারাগারে আনা হয়। এর আগে তিনি ২০০৯ সাল থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ বন্দি ছিলেন।
ফাঁসির দণ্ডাদেশের পর কয়েদির পোশাকে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের পার্ট-১ এর কনডেম সেলে রয়েছেন। ২০১৩ সালের ১ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছিলেন।
আমিনুল ইসলাম/বিএ