কলকাতায় বামফ্রন্টের সমাবেশে পুলিশের লাঠিচার্জ


প্রকাশিত: ০৩:১৬ পিএম, ০১ অক্টোবর ২০১৫

কলকাতার লালবাজারে বামফ্রন্টের সমাবেশে ব্যাপক লাঠিচার্জ করেছে পুলিশ। নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার, সব রাজনৈতিক দলকে সভা ও মিছিলের সমান সুযোগ ও নেতাকর্মীদের ওপর নির্যাতন বন্ধের দাবিতে বৃহস্পতিবার বিক্ষোভের ডাক দেয় বামপন্থী দলগুলো।

এদিন বিকেলে কলকাতার লালবাজারে বিক্ষোভ শুরু করে বামপন্থী নেতাকর্মীরা। কলেজ স্কয়ার, সুবোধ মল্লিক স্কয়ার এবং ধর্মতলার ওয়াই চ্যানেলে জড়ো হয়ে তিনটি মিছিল নিয়ে লালবাজারের দিকে যাওয়ার চেষ্টা করে তারা। মিছিলে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র এবং দলের সংসদীয় দলনেতা মহম্মদ সেলিম অংশ নেন।

পুলিশের সঙ্গে বিভিন্ন জায়গায় সংঘর্ষে জড়িয়ে পড়ে বাম কর্মী-সমর্থকরা। ম্যাঙ্গো লেনের কাছে পুলিশকে লক্ষ্য করে মিছিল থেকে পচা ডিম এবং টমেটো নিক্ষেপ করা হয়। পুলিশের সঙ্গে বাম কর্মীদের ধস্তাধস্তি শুরু হয়ে যায় সেখানে। রাস্তায় একাধিক ব্যারিকেড তৈরি করেও মিছিল নিয়ন্ত্রণে রাখতে পারেনি  পুলিশ। অন্তত তিনটি ব্যারিকেড ভেঙে মিছিল লালবাজারের দিকে এগিয়ে যায়। পরে পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় বাম নেতা-কর্মীদের। এ ঘটনায় অনেকেই আহত হয়েছে বলে দাবি করেছে বাম দলগুলোর নেতারা।

নবান্ন অভিযানের পরে বামদের এই লালবাজার অভিযান নিয়ে পুলিশ অবশ্য কোনো ঝুঁকি নেয়নি। লালবাজার যাওয়ার পথে বেন্টিঙ্ক স্ট্রিট, মিশন রো ও  ফিয়ার্স লেনের মুখে অ্যালুমিনিয়ামের উঁচু ব্যারিকেড তৈরি করা হয়েছিল।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।