কিশোরগঞ্জে ২ জনকে গলা কেটে হত্যা


প্রকাশিত: ০৪:০৯ এএম, ০১ অক্টোবর ২০১৫

কিশোরগঞ্জের করিমগঞ্জ ও বাজিতপুরে পৃথক ঘটনায় দুইজনকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে এ দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত দু`জনই রিকশা চালক বলে জানা গেছে।

পুলিশ জানায়, বুধবার রাত ২টার দিকে জেলার জঙ্গলবাড়ি কাইকুরদিয়া এলাকায় রাস্তার পাশে মনজিল মিয়া (৫০) নামে এক অটোরিকশা চালককে গলাকেটে রাস্তার পাশে ফেলে রাখে দুর্বৃত্তরা। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ জেলা হাসপাতালে পাঠালে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মনজিল করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের জাল্লাবাদ গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।

করিমগঞ্জ থানা পুলিশের ভারপ্রপাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা জয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে বুধবার রাত দেড়টার দিকে জেলার বাজিতপুরে পৌরসভার নোয়াহাটা এলাকায় রাস্তার ওপর থেকে অজ্ঞাত নামা (৬০) এক রিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বাজিতপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে জানান, তাকে জবাই করে হত্যার পর মরদেহ রাস্তায় ফেলে রাখা হয়। নিহতের নাম পরিচয় জানা যায়নি।

নূর মোহাম্মদ/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।