জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপ শুরু বৃহস্পতিবার


প্রকাশিত: ০২:৪৬ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৫

আইডব্লিউআইসিএ ৩৫তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বের খেলা শুরু হচ্ছে বৃহস্পতিবার। বেলা ৩টা থেকে দাবা কক্ষে শুরু হবে এই প্রতিযোগিতা। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস প্রধান অতিথি হিসেবে এ খেলার উদ্বোধন করবেন।

এর আগে অংশগ্রহণকারী খেলোয়াড়দের নাম্বার ড্র বুধবার সন্ধ্যায় দাবা ফেডারেশনে অনুষ্ঠিত হয়েছে। খেলোয়াড়দের নাম্বার ড্র করেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মো. মোকাদ্দেছ হোসাইন।

বৃহস্পতিবার প্রথম রাউন্ডে ঝর্না বনাম রানী হামিদ, সিম্মী বনাম মুনিয়া, শ্রাবনী বনাম জাকিয়া, লিজা বনাম শিরিন, সুমাইয়া বনাম জিসা এবং তানি বনাম ইভার মধ্যকার খেলাগুলো অনুষ্ঠিত হবে।

আরটি/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।