মির্জাপুরে বাসচাপায় ৩ শিক্ষার্থী নিহত


প্রকাশিত: ১২:০৪ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৫

টাঙ্গাইলের মির্জাপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার বেলা ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জামুর্কীর ধল্যা নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শাহ আলম, সাভার গণস্বাস্থ্য মেডিকেল কলেজের শিক্ষার্থী হাবিবুর রহমান এবং মিরপুর বাংলা কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ফরহাদ হোসেন।

প্রত্যক্ষদর্শী মো. হাসান মিয়া জাগো নিউজকে জানান, তিনি ঢাকা থেকে মোটরসাইকেলযোগে টাঙ্গাইল যাচ্ছিলেন। পথিমধ্যে মির্জাপুর বাইপাস বাসস্ট্যান্ড এলাকায় হানিফ পরিবহনের ওই বাসটি তাকে চাপ দেয়। পরে বাসটি ধরার জন্য পেছনে ধাওয়া করতে থাকি। পথিমধ্যে মহাসড়কের ধল্যা নামক স্থানে বিকট শব্দ শুনতে পায়।

এরপর সামনে গিয়ে দেখতে পায় বাসটি একটি মোটরসাইকেলকে চাপা দিয়েছে। আর রাস্তার পাশেই তিন ব্যক্তি যন্ত্রণায় কাতরাচ্ছেন। আমি এবং আশপাশের লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় কুমুদিনী হাসপাতালে ভর্তি করি। এ ঘটনার পরপরই বাসচালক, সুপারভাইজার এবং হেলপার পালিয়ে যান।

নিহত শাহ আলম ঢাকার ধামরাই উপজেলার চৌহাট গ্রামের মো. সলিম উদ্দিন ও হাবিবুর রহমান একই উপজেলার হামিদারবাড়ি গ্রামের হামিদুর রহমান ও ফরহাদ হোসেন একই উপজেলার ওসমান গণির ছেলে বলেও জানান তিনি।  

গোড়াই হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেন জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার কদিম ধল্যা এলাকায় হানিফ পরিবহনের উত্তরবঙ্গগামী একটি যাত্রীবাহী বাস বিপরীতমুখী একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী হাবিবুর রহমান, শাহ আলম ও ফরহাদ হোসেন ঘটনাস্থলেই মারা যান।

এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।