না.গঞ্জে তিনটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড


প্রকাশিত: ১০:৫৩ এএম, ৩০ সেপ্টেম্বর ২০১৫

নারায়ণগঞ্জে ভেজাল বিরোধী অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি প্রতিষ্ঠানে অনুমোদনহীন বেশ কয়েকটি এনার্জি ড্রিংক ধ্বংস করা হয়।

বুধবার দুপুরে শহরের বঙ্গবন্ধু সড়কে ফতুল্লা অঞ্চলের সহকারী কমিশনার (ভূমি) নাহিদা বারিক ও সদরের সহকারী কমিশনার (ভূমি) মাসুম আলী বেগের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

সহকারী কমিশনার (ভূমি) মাসুম আলী বেগ জানান, বঙ্গবন্ধু সড়কে কয়েকটি প্রতিষ্ঠান খাবারে ভেজাল দেয়া দিয়ে খাদ্য বিক্রি করে আসছে- এ অভিযোগের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়।

তিনি আরো জানান, জনস্বাস্থ্যে ক্ষতিকর খাবারে ভেজাল করার অভিযোগ পাওয়া গেলে সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আর শহর ও আশেপাশের এলাকাগুলোতে ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।   
 
শাহাদাৎ হোসেন/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।