বাংলাদেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে চলছে : অ্যানি মেইন


প্রকাশিত: ১০:২৯ এএম, ৩০ সেপ্টেম্বর ২০১৫

বাংলাদেশের অগ্রগতি সঠিক পথেই আছে এবং বাংলাদেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সফররত যুক্তরাজ্যের হাউজ অব কমন্সের সদস্য অ্যানি মেইন।

মঙ্গলবার হোটেল লেক ক্যাসেলে কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের আয়োজনে এক সংবর্ধনা ও নৈশভোজ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশ স্বাস্থ্য শিক্ষাখাতে প্রভূত উন্নতি সাধন করেছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সাফল্য দেখিয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুক্তরাজ্য হাউজ অব কমন্সের সদস্য পল স্কোলি, ডেভিড মাকিনটোস, বব ব্লাকম্যান, কনজারভেটিভ পার্টির লন্ডন রিজিয়নের ভাইস চেয়ারম্যান কিসান দেয়ানী, রাউজকের চেয়ারম্যান জয়নাল আবেদীন ভূইয়া। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের চেয়ারম্যান শেখ ইয়ায়ুর।

অনুষ্ঠানে বাংলাদেশের সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য জয়যাত্রা ফাউন্ডেশনের চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীরকে সন্মানা স্মারক ও ক্রেস্ট প্রদান করেন এমপিরা।

এসময় জয়যাত্রা ফাউন্ডেশনের কার্যক্রমের ওপর একটি ডকুমেনটারি প্রদর্শিত হয়। হাউজ অব কমন্সের সদস্যরা হেলেনা জাহাঙ্গীরের সামাজিক কাজের ভুয়সী প্রশংসা করেন এবং যুক্তরাজ্য সফরের আমন্ত্রণ জানান।
 
বাংলাদেশের মানুষকে অতিথিপরায়ণ উল্লেখ করে যুক্তরাজ্য হাউজ অব কমন্সের সদস্যরা বলেন, বিশ্বের যেকোনো দেশে বাংলাদেশের মানুষ সফলতার স্বাক্ষর রেখে চলছে। গণতন্ত্র, সুশাসন, সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনসহ বেশ কয়েকটি ইস্যুতে বিগত বছরগুলোতে বাংলাদেশ ভালো করেছে বলে মন্তব্য করেন তারা।

এফএইচ/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।