আরচারি থেকে অষ্টম স্বর্ণ উপহার দিলেন সোহেল রানা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১১:০৮ এএম, ০৯ ডিসেম্বর ২০১৯

আরচারির মোট ১০টি ইভেন্ট। এরই মধ্যে শেষ হয়ে গেছে আটটি। বাংলাদেশের সামনে এই ডিসিপ্লিনে আর কোনো প্রতিপক্ষই দাঁড়াতে পারলো না। এই এক ইভেন্ট থেকেই এরই মধ্যে শেষ হয়ে যাওয়া আটটির সবগুলো থেকেই স্বর্ণ জিতেছে বাংলাদেশের আরচাররা।

সর্বশেষ শেষ হওয়া ছেলেদের একক ইভেন্ট, কম্পাউন্ড এককের ফাইনালে ভূটানের প্রতিপক্ষকে হারিয়ে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশের মো. সোহেল রানা। এই ডিসিপ্লিনে ১০টির মধ্যে বাকি আছে আরও দুটি ইভেন্ট।

ইভেন্টই ছিল ছেলেদের কম্পাউন্ড এককের ফাইনাল। সেখানে বাংলাদেশের সোহেল রানা প্রতিদ্বন্দ্বিতা করেন ভুটানের
তানজিং দরজির সঙ্গে। তীব্র লড়াই করেছিলেন ভুটানিজ তীরন্দাজ। সোহেল রানা ১৩৭-১৩৬ পয়েন্টে ফাইনাল জিতে দিনের দ্বিতীয় স্বর্ণ উপহার দেন বাংলাদেশকে।

সোহেল রানার স্বর্ণটি আরচারির অষ্টম এবং গেমসের মোট ১৬ তম। সোহেলের স্বর্ণ জয়ের মধ্যে দিয়ে বাংলাদেশের আরচাররা নির্দিষ্ট লক্ষ্যেই এগিয়ে যাচ্ছেন।

আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।