চাঁদপুরে ২১ জেলের কারাদণ্ড


প্রকাশিত: ০৮:৩৯ এএম, ৩০ সেপ্টেম্বর ২০১৫
ফাইল ছবি

প্রজনন মৌসুমে চাঁদপুরে পদ্মা-মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ নিধনের অপরাধে চাঁদপুর জেলা টাস্ক ফোর্স ২১ জেলেকে আটক করেছে। বুধবার আটক ২১ জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

চাঁদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল মোহাম্মদ রাশেদ এ রায় দেন। এদিকে মঙ্গলবার পর্যন্ত জেলায় টাস্ক ফোর্স কর্তৃক ৪০টি মোবাইল কোর্ট ও পুলিশ নিয়ে ২৮টি অভিযান পরিচালনা করা হয়েছে। এছাড়া বাজার ও আড়তে পরিদর্শন অব্যাহত রয়েছে।

মা ইলিশ রক্ষায় নদীতে এ অভিযান আগামী ৯ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে বলে টাস্কফোর্স জাগো নিউজকে জানিয়েছেন। নিষেধাজ্ঞার সময় এ পর্যন্ত ৭৫ জেলেকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

ইকরাম চৌধুরী/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।