যে শিশুকে দেখে অবাক পৃথিবী (ভিডিও)


প্রকাশিত: ০৭:৪৯ এএম, ৩০ সেপ্টেম্বর ২০১৫

শিশুটি আর দশটি সাধারণ শিশুর মতো নয়। তার শারীরিক গড়নই বাকি সবার থেকে তাকে আলাদা করে রেখেছে। বড় বড় নীল রঙের চোখ মেলে অবাক দৃষ্টিতে পৃথিবী দেখছে যে শিশুটি, তাকেই দেখে পুরো পৃথিবী অবাক!

শিশুটির জন্মের সময়ই ডাক্তাররা বলেছিলেন, বেশিদিন বাঁচার কোনো আশা নেই। কারণ সে যে মস্তিষ্কের মাইক্রোহাইড্রানেসিফাইলিয়া (Microhydranencephaly) আক্রান্ত তাতে মানুষ খুব কম দিনই বেঁচে থাকতে পারে। জটিল যে রোগে টিনি জাক্সোন নামের এই শিশুটি আক্রান্ত, তাকে সহজভাবে বললে বোঝায় ওর মস্তিষ্ক অন্যদের থেকে অনেকটাই ছোট। তার ওপর আবার ওর মস্তিষ্কের কার্যক্ষমতাও বেশ কম।

আশ্চর্যজনকভাবে সেই শিশুই তার প্রথম জন্মদিন পার করে ফেললো! প্রতিদিনই ওর স্বাস্থ্যর উন্নতি হচ্ছে। যদিও ডাক্তাররা বলছেন জন্মগত এই অসুখ সারার নয়। তবে ডাক্তার ও ওষুধের খরচ এতটাই বেড়ে চলেছে ওর পরিবারের পক্ষে চিকিৎসা চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়ছে। তাই টিনির জন্মানোর ঘটনার সামনে এনে সাহায্যের কথা বলেছে তার বাবা-মা।



এইচএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।