স্থানীয় ক্লাবে ফিরে যাচ্ছেন অস্ট্রেলিয়ান টেস্ট ক্রিকেটাররা


প্রকাশিত: ০২:৫৮ এএম, ৩০ সেপ্টেম্বর ২০১৫

নিরাপত্তা ঝুঁকির অযুহাতে বাংলাদেশে খেলতে আসা না আসা নিয়ে আলোচনার মধ্যেই টেস্ট দলের খেলোয়াড়দের অস্ট্রেলিয়ার স্থানীয় ক্লাবগুলোয় প্রশিক্ষণ ক্যাম্পে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

গত সোমবার বাংলাদেশে আসার কথা ছিলো এবং আগামী ৯ অক্টোবর বাংলাদেশের সঙ্গে প্রথম টেস্ট খেলার কথা ছিল তাদের। তবে নিরাপত্তা ঝুঁকির অযুহাতে সফর স্থগিত করে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড।

এদিকে অস্ট্রেলিয়ার একজন নিরাপত্তা কর্মকর্তা বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে গত মঙ্গলবার অস্ট্রেলিয়ায় ফিরে গেছেন। আজ (বুধবার) অস্ট্রেলিয়ার পররাষ্ট্র দফতরের সঙ্গে বিষয়েটি নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার আলোচনার কথা রয়েছে। কিন্তু ক্রিকেটারদের পুনরায় স্থানীয় দলে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়ায় আপাতত তাদের বাংলাদেশ সফরে আসার সম্ভাবনা আরো কমে গেল বলেই ধারণা করা হচ্ছে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটের প্রতিবেদনে ঢাকায় সম্প্রতি ইতালিয় নাগরিক তাবেলা সিজার হত্যাকাণ্ড ও আইএস-এর দায় স্বীকারের কথা বলা হয়েছে। এমনকি এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার সরকারের সতর্কবাণি অনুসরণ করে সেসব দেশে নাগরিকরা চলাফেরা করছেন বলেও জানানো হয়েছে।

আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।