ফজলুল হক পুরস্কার পেলেন আরেফিন বাদল ও সালাহউদ্দিন জাকী


প্রকাশিত: ১২:২০ পিএম, ২৬ অক্টোবর ২০১৪

এ বছর ফজলুল হক স্মৃতি পুরস্কার পেলেন চলচ্চিত্র নির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকী এবং চলচ্চিত্র সাংবাদিকতায় আরেফিন বাদল। ফজলুল হকের সহধর্মিণী প্রখ্যাত কথাসহিত্যিক রাবেয়া খাতুন এই পুরস্কার প্রবর্তন করেন। প্রতিটি পুরস্কারের অর্থমূল্য ২৫ হাজার টাকা, সঙ্গে  সম্মাননা পত্র ও ক্রেস্ট।

বাংলাদেশের  চলচ্চিত্রের স্বপ্নদ্রষ্টা ফজলুল হক স্মরণে ফজলুল হক স্মৃতি কমিটি ২০০৪ সাল থেকে প্রতি বছরই দু’জন ব্যক্তিত্বকে এ পুরস্কার প্রদান করে আসছে।

পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দেন অনুুষ্ঠানের প্রধান অতিথি সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক ও বিশিষ্ট কথাসাহিত্যিক রাবেয়া খাতুন।

মিডিয়া ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীর-এর পরিচালনা ও সঞ্চালনায় অনুুষ্ঠানে স্মৃতিচারণ করেন চলচ্চিত্রকার আমজাদ হোসেন, আবু মুসা দেবু, ফজলুল হকের ঘনিষ্ঠ মো. নুরুল আলম, ছোটভাই ড. ফজলুল আলম, অভিনেতা নির্মাতা আফজাল হোসেন, শিশু সাহিত্যিক আলী ইমাম, জামাতা মুকিত মজুমদার বাবু, বড় মেয়ে কেকা ফেরদৌসী প্রমুখ।

এতে আরও বক্তব্য রাখেন- কবরী, কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন, সাংবাদিক চিন্ময় মুৎসুদ্দী, সোহানুর রহমান সোহান, আবদুর রহমান, রেজানুর রহমান, গোলাম রব্বানী বিপ্লব ও ছোটজামাতা জহিরউদ্দিন মাহমুদ মামুন অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।