যৌতুকের দাবিতে নববধূকে শ্বাসরোধে হত্যা


প্রকাশিত: ১২:২৭ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৫

কুমিল্লায় যৌতুকের দাবিতে আছমা আক্তার (২৫) নামে এক নববধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে পুলিশ নিহতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত আছমা আক্তার চৌদ্দগ্রাম উপজেলার বিষ্ণপুর গ্রামের নুরুল আমিনের মেয়ে।

ঘটনার পর থেকে ওই নববধূর স্বামী নজির আহমদ ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। সোমবার রাতে সদর দক্ষিণ উপজেলার মনিপুর গ্রামের মমতাজ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই মাস আগে উপজেলার মনিপুর গ্রামের মমতাজ মিয়ার ছেলে নজির আহমদ তার প্রথম বিয়ের কথা গোপন রেখে আছমা আক্তারকে বিয়ে করে।

মামলার অভিযোগে বলা হয়, বিয়ের সময় যৌতুক হিসেবে ৬৫ হাজার টাকার মালামাল দেয়া হলেও পরবর্তীতে আরো এক লাখ টাকা যৌতুক দাবি করা হয়। যৌতুকের দাবি মেটাতে না পারায় স্বামীর বাড়িতে তাদের মধ্যে কাথা কাটাকাটি হয়। একপর্যায়ে সোমবার রাতে নজির আহমদ, তার প্রথম স্ত্রী হাছিনা খাতুনসহ পরিবারের লোকজন আছমা আক্তারকে শ্বাসরোধে হত্যা করে। এরপর তার মরদেহ ঘরের শয়নকক্ষের ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়।

সদর দক্ষিণ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. আইয়ুব জানান, এ ঘটনায় নিহতের পিতা নুরুল আমিন বাদী হয়ে নজির আহমদ, তার বাবা মমতাজ মিয়া, মা ফজিলতেন নেছা, হাছিনা খাতুন, আমেনা খাতুনসহ পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছে, তাদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

কামাল উদ্দিন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।