রাজাপুরে ডিমওয়ালা ইলিশ শিকারের মহোৎসব


প্রকাশিত: ১১:৪৮ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৫

ঝালকাঠির রাজাপুরের বিষখালি নদীতে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে বর্তমান প্রজনন মৌসুমে ডিমওয়ালা ইলিশ শিকারের মহোৎসব চলছে।

উপজেলা মৎস্য অফিস নামকাওয়াস্তে দিনের বেলায় লোক দেখানো অভিযান চালালেও অভিযানের আগে ও পরে এবং সারারাত চলে ডিমওয়ালা ইলিশ শিকারের মহোৎসব।

অভিযোগ আছে, প্রশাসন ম্যানেজের নামে প্রত্যেক নৌকা থেকে ২শ টাকা অথবা তিন ভাগের এক মাছ দেয়ার চুক্তিতে বিষখালি নদীতে ইলিশ শিকার সহায়তা করেছে স্থানীয় এক চৌকিদার ও একটি স্কুলের একজন নৈশ প্রহরী। তাদের মাধ্যমে পুলিশ, নামমাত্র কথিত কিছু সাংবাদিক ও ক্ষমতাসীন বিভিন্ন মহলে ইলিশ সরবরাহ করা হয়। খোদ মৎস্য বিভাগের কিছু অসাধু ব্যক্তিও জড়িত রয়েছে বলে অভিযোগ আছে।

স্থানীয় সচেতন মহল এ ডিমওয়ালা ইলিশ শিকার বন্ধে প্রশাসনের ঊর্ধ্বতন মহলের সহযোগিতা কামনা করেছেন।

উপজেলার মঠবাড়ি ও বড়ইয়ায় ইউনিয়নের নাপিতের হাট, মানকি সুন্দর, বাদুরতলা, চল্লিশ কাহনিয়া, বড়ইয়া ও পালটসহ কয়েকটি গ্রামের জেলেরা স্থানীয় সোর্সদের (মাছেরভাগ প্রদানকারী) সহায়তায় প্রশাসনের অভিযান পাহারা দিয়ে দিনে ও রাতে ইলিশ শিকার করে যাচ্ছে বলে খোদ মৎস্য বিভাগ স্বীকার করেছেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার জানান, তাদের অভিযান অব্যাহত রয়েছে। কয়েকদিনের অভিযানে প্রায় ১৫ হাজার কারেন্ট জাল তারা জব্দ করেছেন। ইলিশ সম্পদ রক্ষায় তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।