সার্ক দাবার নারী বিভাগের শীর্ষে রানী হামিদ ও লংকান দারামপ্রিয়া

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৩৭ পিএম, ২৭ নভেম্বর ২০১৯

সার্ক দাবা চ্যাম্পিয়নশিপের তৃতীয় রাউন্ড শেষে নারী বিভাগে যৌথভাবে শীর্ষে আছেন বাংলাদেশের আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ। ৩ পয়েন্ট নিয়ে তার সঙ্গী শ্রীলংকার দারামপ্রিয় দেবনেথমি।

ওপেন বিভাগের তৃতীয় শেষে শীর্ষে ৫ জন। তারা হলেন- গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল, ভারতের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ নুবাইরশাহ শেখ ও ভারতের আন্তর্জাতিক মাস্টার প্রান্তিক রায়।

আড়াই পয়েন্ট করে নিয়ে মিলিতভাবে শীর্ষে আছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, পাকিস্তানের আন্তর্জাতিক মাস্টার মাহমুদ লোদী, ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম, ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ, ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ, অনত চৌধুরী, উতেন, মো. সাগর, ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড় ও ভারতের সৌরথ বিশ্বাস।

আরআই/এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।