বোনকে হত্যার দায়ে ভাইয়ের ফাঁসি


প্রকাশিত: ০৬:৫৮ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৫

গাজীপুরে সম্পত্তির লোভে নয় মাসের অন্তঃসত্ত্বা আপন বোনকে হত্যার দায়ে ভাইকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার সকালে গাজীপুরের বিজ্ঞ জেলা ও দায়রা জজ একেএম এনামুল হক এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত আসামির নাম মো. জহিরুল ইসলাম কালু (৩৫)। তিনি গাজীপুরের শ্রীপুর বরমী গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে। রায়ে আসামিকে ১০ হাজার টাকা জরিমানার দণ্ডও প্রদান করা হয়েছে।

গাজীপুরের পিপি অ্যাডভোকেট হারিছ উদ্দিন আহমদ জানান, শ্রীপুরের বরমী মধ্যপাড়া এলাকার মো. আসাদুজ্জামান আজাদের স্ত্রী ফারজানা আক্তার নার্গিস নয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ২০১২ সালের ৪ মার্চ নার্গিসের বাবা নুরুল ইসলাম সন্তান প্রসবের জন্য মেয়েকে একই গ্রামের স্বামীর বাড়ি থেকে পার্শ্ববর্তী নিজ বাড়িতে নিয়ে আসেন।

বাবা নূরুল ইসলাম তার ছেলে জহিরুল ইসলাম কালুকে জমি লিখে না দিয়ে তার বোন নার্গিসকে হত্যার হুমকি দিয়ে আসছিলেন। এক পর্যায়ে সম্পত্তির লোভে ওই বছরের ৫ মার্চ সকাল সাড়ে ১১টার দিকে আসামি জহিরুল ইসলাম কালু তার বোন নার্গিসের কক্ষে প্রবেশ করে ধারালো ছুরি দিয়ে জবাই করে হত্যা করেন। বিষয়টি এলাকাবাসী টের পেয়ে ঘাতক ভাই জহিরুল ইসলাম কালুকে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি ও রক্তাক্ত পাঞ্জাবি জব্দ করে।

এ ঘটনায় নিহতের স্বামী আসাদুজ্জামান আজাদ বাদী হয়ে নিহতের ভাই জহিরুল ইসলাম কালুকে আসামি করে শ্রীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে একই বছরের ১ মে মামলার তদন্তকারী কর্মকর্তা অভিযুক্ত জহিরুল ইসলাম কালুর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার গাজীপুরের জেলা ও দায়রা জজ একেএম এনামুল হক আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট হারিছ উদ্দিন আহমদ। আসামি পক্ষে ছিলেন মো. সাহাবুদ্দিন মোড়ল।
                        
মো. আমিনুল ইসলাম/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।