সিলেটে গৃহপরিচারিকা নির্যাতন : দম্পতি আটক


প্রকাশিত: ০৫:১৩ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৫

সিলেট নগরে শিশু গৃহপরিচারিকাকে নির্যাতনের অভিযোগে সোমবার এক দম্পতিকে আটক করা হয়েছে। তারা হলেন, নগরীর দরগা মহল­া পায়রা ১০৮ নম্বর বাসার ফয়েজ আহমদ (৩৮) ও তার স্ত্রী  তোফা বেগম (২৮)।

পুলিশ জানায়, মহানগরের দরগা মহল­ার ওই বাসায় নয় বছর বয়সী এক শিশু গৃহপরিচারিকার কাজ করতো। স্বামী-স্ত্রী প্রায়ই শিশুটিকে নির্যাতন করতো। গত রোববার রাতে শিশুটির উপর অমানবিক নির্যাতন চালান এ দম্পতি। খবর পেয়ে নির্যাতনের শিকার মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে গৃহকত্রীসহ তার স্বামী পালিয়ে যান।

এ ঘটনায় সোমবার সকালে কোতোয়ালী মডেল থানায় শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলা নং ৩৪ (২৮/০৯/১৫)। এরপর নগরের মদিনা মার্কেট এলাকায় একটি  বাসায় অভিযান চালিয়ে এই দম্পতিকে আটক করে পুলিশ।
 
কোতোয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহাম্মদ জাগো নিউজকে জানান, শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। সোমবার বিকেলে আদালতের মাধ্যমে তাদেরকে জেলে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

ছামির মাহমুদ/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।