সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত


প্রকাশিত: ০৪:১৭ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৫

ফেনী-মাইজদী আঞ্চলিক মহাসড়কের দাগনভূঞার দুলা মিয়া কটন মিলস সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় অন্তত আরো ১০ জন আহত হয়েছেন। সোমবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দাগনভূঞা উপজেলার চাঁদপুর গ্রামের আজিম উদ্দিনের ছেলে জিয়াউল হক পন্নী (৩০), একই গ্রামের বুলবুলের ছেলে ওমর আমজাদ রকি (৩০) ও আব্দুল গফুরের ছেলে ইসমাইল হোসেন সুজন (২৬)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বিকেল ৫টার দিকে নোয়াখালী থেকে সুগন্ধা পরিবহনের একটি বাস ফেনীর উদ্দেশে রওনা হয়। পথে দুলা মিয়া কটন স্পিনিং মিলস সংলগ্ন এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের তিন আরোহীসহ ১৩ জন আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক পন্নী, রকি ও সুজনকে মৃত ঘোষণা করেন।

ফেনী আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অসিম কুমার সাহা তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জহিরুল হক মিলু/এআরএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।