মা ইলিশ নিধনের দায়ে চাঁদপুরে ৮ জেলের কারাদণ্ড


প্রকাশিত: ০৮:৩০ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৫
ফাইল ছবি

পদ্মা-মেঘনা নদীতে মা ইলিশ নিধনের অপরাধে চাঁদপুরে ৮ জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার রাতে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম ও কামাল মো. রাশেদ এই দণ্ডাদেশ দেন।

চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জাগো নিউজকে জানান, রোববার দুপুরে সদর উপজেলার হরিণা ঘাট মেঘনা নদী থেকে গোবিন্দিয়া গ্রামের মিজান শেখের ছেলে মো. আরিফ (২২) ও দক্ষিণ বালিয়া গ্রামের মৃত মতি গাজীর ছেলে লেয়াকত হোসেনকে (২৫) আটক করে নৌ-পুলিশ। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল মো. রাশেদ তাদের এক বছর করে কারাদণ্ড প্রদান করেন।

অপরদিকে, বিকেল পাঁচটায় চাঁদপুর নৌ-পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ওমর ফারুক হাইমচর উপজেলার চরভৈরবী এলাকা থেকে মা ইলিশ নিধনকালে লক্ষ্মীর চর এলাকার মো. হোসেন (৩৫), নেকমত হোসেন (৪৫), রহুল আমিন (৪৬), আলী হোসেন (১৮), মো. হাসান (১৮) ও মতলব উত্তরের চিরায়েরচর এলাকার নয়নকে (৩২) আটক করে। পরে তাদেরকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম এক বছর করে কারাদণ্ড দেন।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. সফিকুল ইসলাম আটক ও কারাদণ্ডের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

ইকরাম চৌধুরী/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।