লেবার পার্টির ছায়া মন্ত্রী হলেন টিউলিপ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিককে বৃটেনের বিরোধী দল লেবার পার্টির ছায়া মন্ত্রিসভায় নেয়া হয়েছে। লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে নিযুক্ত প্রেস মিনিষ্টার নাদিম কাদির এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, টিউলিপ সিদ্দিককে বৃটিশ লেবার পার্টির ছায়া মন্ত্রিপরিষদে সংস্কৃতি, গণমাধ্যম ও ক্রীড়া বিষয়ক প্রতিমন্ত্রী করা হয়েছে।
শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিক গত ৭ মে অনুষ্ঠিত নির্বাচনে লেবার পার্টির টিকেটে লন্ডনের হ্যাম্পস্টিড ও কিলবার্ন আসন থেকে বৃটিশ পার্লামেন্টে এমপি নির্বাচিত হয়েছেন। রক্ষণশীল দলের প্রার্থী সাইমন মার্কুসের (২২,৮৩৯ ভোট) সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে টিউলিপ (২৩,৯৭৭ ভোট) বিজয় লাভ করেন।
ওই নির্বাচনে আরো দুজন বাংলাদেশি বংশোদ্ভুত রুশনারা আলী ও ড. রূপা হক বৃটিশ পার্লামেন্টে এমপি নির্বাচিত হয়েছেন। -বাসস
আরএস/পিআর