জুনিয়র বিশ্বকাপ কাবাডিতে বাংলাদেশের ব্রোঞ্জ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৪:৪২ পিএম, ১৫ নভেম্বর ২০১৯

ইরানে চলমান প্রথম জুনিয়র বিশ্বকাপ কাবাডিতে ব্রোঞ্জ পদক পেয়েছে বাংলাদেশ। বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ স্বাগতিকদের কাছে ৫২-২০ পয়েন্টে হেরে যায়।

টুর্নামেন্টের অপর সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়েছে কেনিয়া।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, সেমিফাইনালে পরাজিত দুই দল পাবে ব্রোঞ্জ পদক। সে হিসেবেই বাংলাদেশ ও পাকিস্তান ব্রোঞ্জ পেয়েছে।

জুনিয়র বিশ্বকাপ কাবডির প্রথম আসরে অংশ নেয় ১৩ টি দেশ। দেশগুলো হচ্ছে-ইরান, মালয়েশিয়া, থাইল্যান্ড, তুর্কমেনিস্তান, পাকিস্তান, ডেনমার্ক, আজারবাইজান, বাংলাদেশ, আফগানিস্তান, চাইনিজ তাইপে, শ্রীলংকা, ইরাক ও কেনিয়া।

আরআই/এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।