মাথায় বোমার ক্ষত নিয়ে জন্মালো শিশুটি
তিন সন্তানের মা আমিরা। সিরিয়ার আলেপ্পো শহরে বসবাস করেন। যুদ্ধবিধ্বস্ত এ শহরটিতে গত ১৮ সেপ্টেম্বর বোমা হামলা চালায় আসাদ সরকারের সেনাবাহিনী। বোমা হামলায় মারাত্মক জখম হন ৯ মাসের অন্তঃসত্ত্বা আমিরা ও তার তিন সন্তান। নতুন এক সন্তানের আগমনের অপেক্ষায় ছিলো আমিরার পরিবার।
পরে আমিরা ও তার তিন সন্তানকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে জন্ম দেন এক কন্যা সন্তানের। পাঠক ঘটনা এখানেই থেমে নেই। চিকিৎসকরা জানান, আমিরার সদ্য জন্ম নেয়া এই সন্তানের কপালে দেখা গেছে বোমার ক্ষত। সেনাবাহিনীর ওই বোমা হামলায় মায়ের পেট ভেদ করে শিশুটির কপালে বিদ্ধ হয়েছে বোমা। দীর্ঘ অস্ত্রপচারের পর চিকিৎসকরা সদ্যোজাত কন্যার কপাল থেকে বোমার একটি টুকরো বের করেছেন।
রক্তাক্ত মা ও তার সদ্যোজাত কন্যা উভয়ই সুস্থ্য আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। চিকিৎসকেরা সদ্যোজাত এই কন্যার নাম রেখেছেন `আমেল` যার অর্থ `আশা`।
সিরিয়ার সববৃহৎ শহর আলেপ্পোতে বিদ্রোহী গোষ্ঠী ও ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে হামলা চালাচ্ছে আসাদ সরকারের সেনাবাহিনী। ২০১১ সালে সিরিয়ার সরকার বিরোধী আন্দোলন শুরু হয়। তখন থেকে এ পর্যন্ত দেশটিতে অন্তত তিন লাখ ২০ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। এছাড়া গৃহহীন হয়ে পড়েছে অন্তত ৪০ লাখ মানুষ।
সূত্র : ডেইলি মেইল।
এসআইএস/পিআর