সহজ জয়ে শীর্ষে ফিরলো ম্যানইউ


প্রকাশিত: ০৯:৫০ এএম, ২৭ সেপ্টেম্বর ২০১৫

সান্ডারল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে শীর্ষে ওঠে এসেছে ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সফল দল ম্যানচেস্টার ইউনাইটেড (ম্যানইউ)। টটেনহ্যামের কাছে ম্যানচেস্টার সিটির হারের কারণে মাঠে নামার আগেই জেনেছিলেন জিতলেই শীর্ষে ওঠার সুযোগ রয়েছে তাদের। আর সেই সুযোগটি পুরোপুরি কাজে লাগিয়েছে ফন হালের শিষ্যরা।

শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে শুরু থেকে বেশ কিছু আক্রমণ করলেও স্ট্রাইকারদের ব্যর্থতায় গোলের দেখা পাচ্ছিল না ম্যানইউ। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে মাতার কাছ থেকে বল পেয়ে বল জালে জড়িয়ে স্বাগতিকদের উল্লাসে ভাসান মেমফিস ডিপাই।

এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ায় ইউনাইটেড। অ্যান্থনি মার্শিয়ালের কাছ থেকে বল পেয়ে গোল করেন অধিনায়ক ওয়েন রুনি। নির্ধারিত সময়ের শেষ মিনিটে জোরালো দলের তৃতীয় গোল আদায় করে নেন হুয়ান মাতা।

এই জয়ে ৭ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ওঠলো ইউনাইটেড। সমান ৭ ম্যাচে ১ পয়েন্ট কম নিয়ে দুই নম্বরে নেমে গেছে নগর প্রতিদ্বন্দ্বী সিটি।

আরটি/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।