সুয়ারেজের জোড়া গোলে জিতলো বার্সেলোনা


প্রকাশিত: ০৮:৪১ এএম, ২৭ সেপ্টেম্বর ২০১৫

লুইস সুয়ারেজের জোড়া গোলে লাস পালমাসকে ২-১ ব্যবধানে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে বার্সেলোনা। তবে ম্যাচ জিতলেও দলের সেরা তারকা লিওনেল মেসির চোট জয়ের আনন্দকে ম্লান করে দিয়েছে।

শনিবার কাম্প ন্যুতে ম্যাচের ৩ মিনিটেই চোট পান লিওনেল মেসি। তবে কিছুক্ষণ মাঠে থাকলেও ১০ মিনিটের মাথায় মাঠ ছাড়তে বাধ্য হন তিনি।

এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকা বার্সেলোনা ২৫ মিনিটে এগিয়ে যায়। সের্জিও রবার্তোর ক্রস থেকে দুর্দান্ত হেডে বল জালে পাঠান লুইস সুয়ারেজ।

দ্বিতীয়ার্ধে ৫৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সুয়ারেজ। মুনিরের বাড়ানো বল বুসকেটস পেলেও না ধরে ছেড়ে দেন সুয়ারেজের উদ্দেশ্যে। আর বল ধরে জালে পাঠাতে কোনো সমস্যা হয়নি উরুগুয়ের তারকার।

৬৬ মিনিটে অ্যান্তোলিন আলকারাসের হ্যান্ডবলে পেনাল্টি পায় বার্সা। কিন্তু নেইমার বারের ওপর দিয়ে মেরে ব্যবধান বাড়ানোর সুযোগ নষ্ট করেন।

৮৮ মিনিটে জনাথন ভিয়েরার গোলে ব্যবধান কমায় পারমাস। তবে এরপর আর গোল না হলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছারে বার্সেলোনা।  

আরটি/এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।