দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেই লন্ডনে খালেদা


প্রকাশিত: ০৪:৪৭ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৫

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত সমাবেশে বক্তারা বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেই লন্ডনে গেছেন।

শনিবার ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা এ কথা বলেন।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সিনিয়র সহ-সভাপতি অভিনেতা এটিএম শামসুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি ড. ইনামুল হক ও মোবারক আলী শিকদার, সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ বক্তব্য রাখেন।

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে অভিনেতা এটিএম শামসুজ্জামান বলেন, তিনি (খালেদা জিয়া) লন্ডনে তার ছেলে তারেক রহমানের সঙ্গে দেখা করতে যাননি। তিনি গেছেন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে।

তিনি বলেন, খালেদা জিয়ার সকল ষড়যন্ত্র ইতোমধ্যে ব্যর্থ হয়েছে। এখন আবার নতুন ষড়যন্ত্র করার জন্য লন্ডনে গেছেন। খালেদা জিয়ার সাথে এখন দেশের জনগণ নেই। তিনি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন।

মোবারক আলী শিকদার বলেন, তারেক জিয়া আইএসআইয়ের এজেন্ট। লন্ডনে তারেক জিয়া তার মাকে ষড়যন্ত্রের নীল নকশা এঁকে দেবেন। সেই নীল নকশা তিনি দেশে এসে বাস্তবায়ন করতে পারেন।

তিনি বলেন, খালেদা জিয়া দেশে আসার পর যাতে পেট্রলবোমা মেরে মানুষ হত্যা ও গাড়িতে অগ্নিসংযোগ করতে না পারেন, এজন্য দেশবাসীকে সজাগ থাকতে হবে।

যুদ্ধাপরাধীদের বিচার ও জনগণের ভাত ও ভোটের অধিকারের দাবিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আত্মপ্রকাশ ঘটে।

একে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।