নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে বিআরটিএ


প্রকাশিত: ০২:১৫ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৫

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সড়কপথের যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াত করার জন্য একটি নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

রাজধানীর এলেনবাড়ীর সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)’র কেন্দ্রীয় কার্যালয়ে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত এই নিয়ন্ত্রণ কক্ষটি সার্বক্ষণিক খোলা থাকবে। গত ২২ সেপ্টেম্বর থেকে এ সেবা চালু করেছে বিআরটিএ।

নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নম্বর:
৯১৩০৬৬২ ও মোবাইল নম্বর: ০১৯৬৬৬২২০১৯। এছাড়া সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্মসচিব মো. আব্দুল মালেক নিয়ন্ত্রণ কক্ষের তত্ত্বাবধান করবেন যার মোবাইল নাম্বার ০১৭৩০৭৮২৯৪৬। সড়ক ও সেতুমন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

জেইউ/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।