হরতালে গাড়ি চালাবে সড়ক পরিবহন সমিতি


প্রকাশিত: ১০:১৮ এএম, ২৫ অক্টোবর ২০১৪

সম্মিলিত ইসলামী দলগুলোর ডাকা রোববারের হরতালে গাড়ি চালাবে  বাস মালিকদের সংগঠন ঢাকা সড়ক পরিবহন সমিতি। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ গাড়ি চালানোর এ ঘোষণা দেন।  

সংবাদ বিজ্ঞপ্তিতে গভীর উৎকণ্ঠা ও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, পবিত্র হজ এবং তবলিগ জামাত নিয়ে লতিফ সিদ্দিকী যে মন্তব্য করেছেন, তার প্রতিবাদে হরতাল ডাকার কোনো যৌক্তিকতা নেই। কারণ সরকার এবং আওয়ামী  লীগ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিয়েছে। তিনি বলেন, ধর্মের দোহাই দিয়ে ডাকা এ হরতালের কোনো যৌক্তিকতা নেই এবং এ হরতাল জনস্বার্থ বিরোধী। তাই ইস্যুবিহীন এই হরতালে মালিক-শ্রমিকরা কোনো সাড়া দেবে না। স্বাভাবিক দিনের মতোই রাস্তায় গাড়ি চলবে।

মালিক-শ্রমিকরা হরতাল প্রত্যাখ্যান করে ঢাকা শহর এবং আশপাশের জেলাগুলোতে বাস-মিনিবাস চলবে বলে জানান তিনি। যাত্রী পাওয়া সাপেক্ষে আন্তঃজেলা রুটের বাসগুলোও চলবে বলে তিনি জানান। হরতালে গাড়ি চালাতে যেন কোনো অসুবিধা না হয়, সেজন্য পুলিশ প্রশাসনের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং নিরাপত্তা জোরদারের অনুরোধ জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।