মাসের ব্যবধানে বিটিআরসিতে নতুন চেয়ারম্যান


প্রকাশিত: ১২:১৫ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৫

সন্তোষজনক পেশাদারিত্বের ঘাটতির অভিযোগে এক মাসের ব্যবধানে নতুন চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি)।

নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন প্রকৌশলী শাহজাহান মাহমুদ। সেই সঙ্গে গত ২৫ আগস্ট একই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া ইকবাল মাহমুদের নিয়োগ আদেশ বাতিল করা হয়েছে।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে দুটি পৃথক আদেশ জারি করে। অন্য আদেশে তিনজন ভারপ্রাপ্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে।

পদোন্নতি প্রাপ্ত সচিবরা হলেন, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের কানিজ ফাতেমা, বেসরকারিকরণ কমিশনের সদস্য পরিক্ষিত দত্ত চৌধুরী এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মো. শাহ কামাল।

এসএ/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।