আর্জেন্টিনা দল ঘোষণা : বাদ পড়লেন হিগুয়াইন


প্রকাশিত: ১১:০১ এএম, ২৩ সেপ্টেম্বর ২০১৫

২০১৮ বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম দুই ম্যাচের জন্য আর্জেন্টিনা দল থেকে বাদ পড়েছেন স্ট্রাইকার গঞ্জালো হিগুয়াইন। তার পরিবর্তে পালেরমোর তরুণ স্ট্রাইকার পাওলো ডায়বালা প্রথমবারের মত জাতীয় দলে ডাক পেয়েছেন। আর ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন দলের অন্যতম সেরা তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া।
 
গত জুলাইতে কোপা আমেরিকার হিগুয়াইনের পারফরমেন্স ছিল খুবই হতাশাজনক। সহজ কিছু গোল মিস করার পর টাইব্রেকারে পেনাল্টি মিস করলে চিলির কাছে হেরে যায় আর্জেন্টিনা। ফলে ভঙ্গ হয় আর্জেন্টাইনদের ২২ বছরের শিরোপা জয়ের স্বপ্ন। এর আগে ২০১৪ বিশ্বকাপ ফাইনালেও হিগুয়াইনের নিশ্চিত গোলে মিস করায় হারাতে হয়েছে বিশ্বকাপ শিরোপা।  

চলতি মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে বলিভিয়া এবং মেক্সিকোর বিপক্ষে পেটের ইনজুরির কারণে দলে ছিলেন না হিগুয়াইন। তবে এবার বাদ পড়লেন বাজে পারফরমেন্সের জন্য।

অপরদিকে ডায়বালা গত মৌসুমে সিরি আ’তে দুর্দান্ত পারফরমেন্স করেছেন। এই গ্রীষ্মে জুভান্টাসে যোগ দেয়া এই তারকা ইতোমধ্যে পাঁচ ম্যাচে করেছেন তিন গোল। যদিও লেৎসিওর বিপক্ষে জোড়া গোল করেছিলেন হিগুয়াইন। তারপরও মার্টিনোর দলে উপেক্ষিত থাকলেন এই তারকা।
 
রেডিও লা রেডকে দেয়া এক সাক্ষাৎকারে মার্টিনো বলেন, ‘এক ম্যাচ দেখে কারো পারফরমেন্স বিচার করা যায় না। এছাড়া এই তালিকা সেই ম্যাচের আগেই তৈরি হয়েছিল।’

তবে যথারীতি দলে রয়েছেন চার বারের ব্যালন ডি’অর জয়ী অধিনায়ক লিওনেল মেসি। আর সম্প্রতি বোকা জুনিয়র্সে যোগ দেয়া কার্লোস তেভেজের উপরেও আস্থা রেখেছেন টাটা মার্টিনো।

আগামী ৮ অক্টোবর ইকুয়েডরের বিপক্ষে ২০১৮ বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে নামবে আর্জেন্টিনা। এর পাঁচ দিন পরেই প্যারাগুয়ের বিপক্ষে মুখোমুখি হবে মেসির দল।

গোলরক্ষক: সের্জিও রোমেরো, নেহুয়েল গুজম্যান, অগাস্টিন মারচেসিন।

ডিফেন্ডার: পাবলো জাবালেতা, নিকোলাস ওতামেন্দি, মার্টিন ডেমিকেলিস, ইমানুয়েল মাস, মার্কোস রোহো, ফাকুন্দো রোনকাগিলা, ইজিকুয়েল গাড়াই, মিল্টন কেসকো, রামিরো ফুনেস মোরি।

মিডফিল্ডার: হেভিয়ার মাসকেরানো, লুকাস বিগলিয়া, অ্যাঞ্জেল ডি মারিয়া, হেভিয়ার পাস্তুরে, এভার বানেগা, রোবার্তো পেরেইরা, এনজো পেরেজ।

ফরোয়ার্ড: লিওনেল মেসি, পাওলো ডায়বেলা, সের্জিও আগুয়েরো, কার্লোস তেভেজ, নিকোলাস গাইতান, অ্যাঞ্জেল করেয়া, ইজিকুয়েল লাভেজ্জি।

আরটি/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।