প্রথম দিন শেষে পিছিয়ে বাংলাদেশ ‘এ’


প্রকাশিত: ০১:৪৪ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৫

শিশির ভাভানের ব্যাটে ভর করে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে লিড পেলো ভারতের ঘরোয়া ক্রিকেটে রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন কর্ণাটক। ১০০ রানে প্রথম সারির ছয় ব্যাটসম্যানকে আউট হবার পর শিশির ভাভানের দায়িত্বশীল ব্যাটিংয়ে প্রথম দিন শেষে ৫ রানে এগিয়ে আছে কর্ণাটক। এর আগে প্রথম ইনিংসে ১৫৮ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ ‘এ’ দল।

ব্যাটিং ব্যর্থতার পর বোলিংয়ে নেমে শুরুটা ভালো হলেও শেষটা ভালো করতে না পারায় পিছিয়ে পড়ে বাংলাদেশ ‘এ’ দল। দুই স্পিনার সাকলায়েন সজীব এবং শুভাগত হোমের দুর্দান্ত বোলিংয়ে ১০০ রানে প্রথম সারির ছয় ব্যাটসম্যানকে সাজঘরে ফেরায় তারা। তবে সপ্তম উইকেট জুটিতে শিশির ভাভানে ও জগদীশা সুচিথের অপরাজিত ৬৩ রানে এগিয়ে যায় কর্ণাটক।
 
কর্ণাটকের পক্ষে সর্বোচ্চ ৫৫ রান করে অপরাজিত রয়েছেন শিশির ভাভানে। তার সঙ্গে ১৪ রান নিয়ে উইকেটে রয়েছেন জগদীশা সুচিথ। এছাড়া রবিকুমার সমর্থ ২৫ এবং অভিষেক রেড্ডি ২৮ রান করেন।

বাংলাদেশ ‘এ’ দলের হয়ে শুভাগত হোম ২৯ এবং সাকলায়েন সজীব ৪৮ রানে ৩টি করে উইকেট নেন।

এর আগে মঙ্গলবার মহীসুরের শিখনাথ দত্ত স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক মুমিনুল হক। এদিন লিটন দাস, শুভাগত হোম এবং শেষ দিকে সাকলায়েন সজীব ছাড়া আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের কোঠায় পৌঁছাতে পারেননি।

ব্যাটিংয়ে নেমে স্বাগতিক বোলারদের বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। দলীয় কোনো রান যোগ হওয়ার আগেই বিদায় নেন ওপেনার রনি তালুকদার (০)। এক রান যোগ হওয়ার পর আউট হন অধিনায়ক মুমিনুল হক (১)। দলীয় ২৭ রানের মাথায় এনামুল হক বিজয় (৫) বিদায় নেন। তিন বল পরেই কোনো রান না করে সাজঘরে ফেরেন সৌম্য সরকার (০)।

দলীয় ৪১ রানের মাথায় দলের সেরা পারফরমার নাসির হোসেনও (৮) ফিরে যান। দলীয় ৭৬ রানের মাথায় ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে লিটন ফিরে গেলে শেষ হয়ে যায় সফরকারীদের বড় রানের স্বপ্ন। লিটন দাশ ৫০ বলে ১১টি চারের সাহায্যে ৫০ রান করেন।

তবে কামরুল ইসলাম রাব্বিকে নিয়ে জুটি গড়েন শুভাগত হোম। তাদের জুটিতে একশত রানের কোটা পার করে বাংলাদেশ। এরপর একে একে শেষ দিকের বাকি ব্যাটসম্যান আউট হলে ১৫৮ রানে শেষ হয় বাংলাদেশ ‘এ’ দলের ইনিংস। শেষ দিকে সাকলাইন সজীব অপরাজিত ১৫ রান না করলে আরও খারাপ হতে পারতো সফরকারীদের অবস্থা। বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন শুভাগত হোম। ৬৫ বলে ৭টি চার এবং ১টি ছক্কায় এই রান করেন  তিনি।

কর্ণাটকের পক্ষে ৪৯ রানে ৫টি উইকেট তুলে নেন প্রসিধ কৃষ্ণ।

আরটি/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।