রাজধানী থেকে ৫ ডাকাত আটক


প্রকাশিত: ০৫:১২ এএম, ২২ সেপ্টেম্বর ২০১৫

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার রাতে তাদের গ্রেফতার করা হয়। এ সময় পুলিশ দুইটি পিকআপ ভ্যান, তিনটি মাইক্রোবাস, একটি প্রাইভেটকার ও তিনটি চাপাতি উদ্ধার করে।  

গ্রেফতারকৃত হলো: মো. বুলু, ফয়সাল, শফিকুল ইসলাম (সজল), মাইনউদ্দিন ও আসলাম।

মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবি উত্তরের উপ-কমিশনার (ডিসি) শেখ নাজমুল আলম বিষয়টি জানান। তিনি বলেন, ডাকাত চক্রটি দীর্ঘদিন ধরে গাড়ি ছিনতাই করে প্রথমে চেচিস ও নম্বর পরিবর্তন করে। পরবর্তীতে ভূয়া কাগজপত্র বানিয়ে সিলেটসহ দেশের বিভিন্ন জেলায় তা বিক্রি করতো। এরা একাধিকবার গ্রেফতার হলেও জামিনে বেরিয়ে আবারও ডাকাতি করতো।  

এদিকে অভিযানে আটক হওয়া গাড়িগুলোর মধ্যে ৭১ টেলিভিশনের ছিনতাই হওয়া একটি সাদা রংয়ের মাইক্রোবাস উদ্ধার করা হয়। আসামিদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা করা হয়েছে।

এআর/এআরএস/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।