স্প্যানিশ লিগ থেকে বাদ পড়ছে বার্সা!
দীর্ঘদিন ধরে স্বাধীনতার জন্য লড়াই করে আসছে বার্সেলোনা। আর কাতালানরা যদি স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে, তবে স্পেনের ক্রিড়া আইন অনুযায়ী স্প্যানিশ লিগে তাদের খেলতে দেওয়া হবে না।
কাতালানদের স্বাধীনতা নিয়ে রোববার দেশটির পার্লামেন্টে আলোচনা হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যায়। এ সময় এলএফপি প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস জানান, যদি স্পেনকে ভেঙে দু’ভাগ করা হয়, তাহলে স্প্যানিশ লা লিগাও ভেঙে যাবে।
তেবাস আরও জানান, কাতালানরা স্বাধীন হয়ে গেলে বার্সা এ টুর্নামেন্টে অংশ নিতে পারবে না। কারণ স্পেনের আইনে বলা আছে, স্পেনের এলাকার বাইরে কেবল অ্যান্ডোরাই স্পেনের ফুটবল লিগে অংশ নিতে পারবে। ফলে, কাতালান ক্লাব হিসেবে বার্সা এবং এসপানিওল খেলার সুযোগ থেকে বঞ্চিত হবে।
এদিকে লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সার প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তেমেউ বলেছেন, পরবর্তী কয়েক সপ্তাহের মধ্যে কাতালানদের গনভোট হবে। সেখানে ‘হ্যাঁ ভোট’ জয়ী হলে এবং কাতালানরা স্বাধীন হলে বার্সা লা লিগায় অংশ নিতে পারবেনা।
এমআর/পিআর