কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ সপ্তম


প্রকাশিত: ০৩:০৫ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৫

ভারতের নয়া দিল্লীতে অনুষ্ঠিত ৮ম কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মত অংশ নিয়েই ১৮ দেশের মধ্যে পদক তালিকায় ৭ম হয়েছে বাংলাদেশ। প্রতিযোগিতায় বাংলাদেশ দল দুটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জসহ মোট ৪টি পদক জয় করে।

তালকাতোরা ইনডোর স্টেডিয়াম নয়াদিল্লীতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় মহিলা মাইনাস ৪৮ কেজি ওজন শ্রেণি কুমিতে প্রথম রৌপ্য পায় বাংলাদেশ দল। এরপর দ্বিতীয় রৌপ্য আসে পুরুষ দলগত কাতায়। পুরুষ মাইনাস ৫০ কেজি ওজন শ্রেণি কুমিতে প্রথম ব্রোঞ্জ ও পুরুষ মাইনাস ৫৫ কেজি ওজন শ্রেণি কুমিতে দ্বিতীয় ব্রোঞ্জসহ মোট ৪টি পদক পায় বাংলাদেশ দল।

বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক শেখ আলী আহসান বাদল জানান, আমরা এত বড় প্রতিযোগিতায় প্রথমবারের মত অংশ নিয়ে চারটি পদক পেয়েছি। কানাডা, অস্ট্রেলিয়া, তিউনিশিয়া, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, মালয়েশিয়া ও দক্ষিণ আফ্রিকার মত বড় বড় ১৮টি দেশের সাথে আমাদের কারাতেকাররা লড়াই করে দেশের জন্য ৪টি পদক অর্জন করেছে। সব ক্যাটাগরিতে খেলোয়াড় আনতে পারলে হয়তো আমরা স্বর্ণও পেতে পারতাম।

আরটি/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।