বসন্ত হাওয়া নিয়ে আরমিন সুমন


প্রকাশিত: ১২:৩০ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৫

সংগীত শিল্পী আরমিন সুমনের প্রথম অ্যালবাম ‘জল জমিন’ প্রকাশিত হয়েছিল অনেক আগেই। সেই একক অ্যালবামটি দিয়ে তিনি বেশ শ্রোতাপ্রিয়তা লাভ করেছিলেন। সেই ধারাবাহিকতায় এবার ঈদুল আযহায় তিনি আসছেন দ্বিতীয় একক অ্যালবাম ‘বসন্ত হাওয়া’ নিয়ে।

নতুন অ্যালবামটি প্রসঙ্গে আরমিন সুমন  বলেন, ‘আন্ডারগ্রাউন্ড ব্যান্ড দিয়ে দিয়ে আমার শুরুটা হলেও কালের বিবর্তনে নতুনত্বের পথে হেঁটে এসেছি। রক, ফিউশন, ফোক, মেলোডি ধাঁচের গান দিয়ে সাজিয়েছি আমার বসন্ত হাওয়া অ্যালবামটি। গানগুলোও তৈরি করেছি শ্রোতাদের প্রত্যাশার কথা মাথায় রেখে। তবে গানগুলোতে নতুনত্ব ও বৈচিত্র খুঁজে পাওয়া যাবে। আশা করছি ভাল লাগবে সবার।’

‘বসন্ত হাওয়া’ অ্যালবামে থাকছে আটটি গান। সেগুলো হলো ‘বসন্ত হাওয়া’, ‘গুচ্ছ গুচ্ছ ভালবাসা’, ‘মন মাঝি’, প্রেমানলে ধিকি ধিকি ‘চান্দে কান্দে’, ‘ভালবাসি’, ‘যাইবা যদি ছাড়ি’, ‘স্বপ্নবাজ’।

অগ্নিবীনা ও জি-সিরিজ ব্যানারে প্রকাশ হতে যাওয়া ‘বসন্ত হাওয়া’ অ্যালবামের গানগুলোর কথা লিখেছেন সোহাগ ওয়াজিউল্লাহ, রুদ্র রাসেল, কামরুজ্জামান স্বাধীন, গাজী আব্দুল্লাহ আল মামুন, এ মিজান, আব্দুল কাদের মুন্না ও আরমিন সুমন। অ্যালবামের সুর এবং সংগীতায়োজন করেছেন জনপ্রিয় সংগীত পরিচালক এফ এ সুমন।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।