পাকিস্তান সফরে বাংলাদেশ নারী দল ঘোষণা


প্রকাশিত: ০৬:১৮ এএম, ২১ সেপ্টেম্বর ২০১৫

সম্প্রতি পাকিস্তান সফর করে এসছে বিসিবির নিরাপত্তা পরিদর্শক দল। তাদের সবুজ সংকেতের পরিপ্রেক্ষিতেই পাকিস্তানে দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। আর এ সফরকে সামনে রেখে ১৫ সদস্যের নারী ক্রিকেট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ২৭ কিংবা ২৮ সেপ্টেম্বর নারী ক্রিকেট দল পাকিস্তান সফরের জন্যে ঢাকা ছাড়বে। পাকিস্তানে তিনটি টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলার কথা রয়েছে দলটির।

২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলার ছয় বছর পর চলতি বছর প্রথম আন্তর্জাতিক দল হিসেবে জিম্বাবুয়ে পাকিস্তানে সফর করে। কোনো অঘটন ছাড়াই জিম্বাবুয়ে ক্রিকেট দল পাকিস্তান সফর শেষ করে। এরপরই বাংলাদেশ নারী ক্রিকেট দলকে আমন্ত্রণ জানায় পিসিবি। তাদের আমন্ত্রণে সাড়া দিয়ে বিসিবি নিরাপত্তা পরিদর্শক দল পাকিস্তানে পাঠায়।

বাংলাদেশ মহিলা দল: রুমানা আহমেদ, লতা মন্ডল, খাদিজাতুল কোবরা, সালমা খাতুন, ফারজানা হক, পান্না ঘোষ, লিলি রানী বিশ্বাস, শারমীন সুলতানা, নিপার সুলতানা, শাহনাজ পারভীন, নাজনীন সুলতানা, মিতু রানী, জাহানারা আলম, আয়েশা রহমান এবং ফাতেমা রহমান।

এমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।