ভিন্ন ফর্মেটে আলাদা কোচের কথা ভাবছে বিসিসিআই


প্রকাশিত: ০৪:২৭ এএম, ২১ সেপ্টেম্বর ২০১৫

বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনিকে যেমন যথাক্রমে টেস্ট ও সিমিত ওভারের জন্য আলাদা আলাদা অধিনায়ক নিযুক্ত করা হয়েছে, তেমনি আগামী দিনে ভিন্ন ভিন্ন ফর্মেটের জন্য আলাদা আলাদা কোচ নিয়োগের বিষয়টি উড়িয়ে দিচ্ছে না বলে রোববার জানিয়েছেন বিসিসিআই এর সাধারণ সম্পাদক অনুরাগ ঠাকুর। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলংকা, দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশ দলে টেস্ট, ওডিআই ও টি-২০ ক্রিকেটের জন্য আলাদা আলাদা অধিনায়ক রয়েছে। টেস্ট থেকে মহেন্দ্র সিং ধোনি অবসরের ঘোষণা দেয়ার পর ভারতও ভিন্ন ফর্মেটের ক্রিকেটের জন্য আলাদা অধিনায়ক নির্বাচনের সংস্কৃতি চালু করেছে। ঠাকুরের মতে অধিনায়কের মত কোচ নিয়োগের ক্ষেত্রেও একই পদ্ধতি অবলম্বনের বিষয়টি উড়িয়ে দেয়া যায় না।

দক্ষিণ আফ্রিকার আসন্ন সফরকে সামনে রেখে টি-২০ ও ওডিআই স্কোয়াড ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, এখন আমরা অধিনায়কের মত আলাদা আলাদা কোচ নিয়োগ করার বিষয়টি নিয়েও ভাবছি।
 
তবে বিষয়টি দলের সুনির্দিষ্ট প্রয়োজনের উপর নির্ভর করছে উল্লেখ করে ঠাকুর বলেন, এর সবকিছুই নির্ভর করছে দলের চাহিদার উপড়। ভারতীয় দলের সহায়তায় যদি আলাদা আলাদা ফর্মেটে আলাদা আলাদা কোচের প্রয়োজনীয়তা দেখা দেয় সেটা কেন করবো না। তবে আমি মনে করি না এ জন্য আলাদা নির্বাচক প্যানেলের প্রয়োজন আছে।

দলের বর্তমান কোচিং স্টাফই টি-২০ বিশ্বকাপ পর্যন্ত বহাল থাকবে বলে নিশ্চিত করেন বিসিসিআই সম্পাদক। তিনি বলেন, কোচ এবং টিম পরিচালকসহ বর্তমান সেটআপটি টি-২০ বিশ্বকাপ পর্যন্ত বহাল থাকবে।

সংবাদ সম্মেলনে শ্রীলংকা সফরকালে ইশান্ত শর্মার অনাকাঙ্খিত আগ্রাসী আচরণের কারণে এক টেস্ট ম্যাচের জন্য নিষিদ্ধ হওয়ার বিষয়টি উঠে আসলে ঠাকুর বলেন, আমাদের দলটি তারুণ্য নির্ভর। আগ্রাসী আচরণ এরই একটি অংশ। তবে কোন বার্তা যদি খেলোয়াড়দের কাছে আমাদের পাঠাতে হয়, সেটির জন্য দলের মধ্যেই নির্ধারিত ব্যক্তি রয়েছে। আমরা মিডিয়ার মাধ্যমে খেলোয়াদের কোন বার্তা পাঠাতে চাই না।

আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।