মার্শালের জোড়া গোলে ম্যানইউ`র জয়


প্রকাশিত: ০৪:১৭ এএম, ২১ সেপ্টেম্বর ২০১৫

চ্যাম্পিয়ান্স লিগের শুরুটা ভালো না হলেও প্রিমিয়ার লিগে প্রত্যাশিত জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। অ্যান্তোনি মার্শালের জোড়া গোল আর স্প্যানিশ তারকা হুয়ান মাতার এক গোলে সাউদাম্পটনকে ৩-২ গোলে হারিয়েছে রেড ডেভিলসরা।

সাউদাম্পটনের সেন্ট ম্যারি`স স্টেডিয়ামে খেলা শুরুর ১৩ মিনিটে ইতালিয়ান স্ট্রাইকার পেলের গোলে লিড নেয় স্বাগতিকরা। ৩৪ মিনিটে রেড ডেভিলসদের সমতায় ফেরান মার্শাল। প্রথমার্ধের খেলা ১-১ গোলের সমতায় শেষ হয়।

দ্বিতীয়ার্ধের চার মিনিটের মাথায় জোড়া গোল পূরণ করেন মার্শাল। এ মৌসুমেই ওল্ড ট্রাফোর্ডে পাড়ি জমিয়ে যেন প্রতিনিয়তই নিজের জাত চেনাচ্ছেন ফ্রান্সের ১৯ বছর বয়সী এ তরুণ স্ট্রাইকার। ৬৮ মিনিটে ম্যানইউর হয়ে তৃতীয় গোলটি করেন স্প্যানিশ তারকা হুয়ান মাতা। নির্ধারিত সময়ের চার মিনিট আগে পেলে একটি গোল পরিশোধ করলেও দলের হার এড়াতে পারেননি।

এ জয়ের ফলে পয়েন্ট টেবিলে দুইয়ে উঠে এলো ম্যানইউ। ছয় ম্যাচ শেষে চার জয়, এক ড্র ও এক পরাজয়ে রেড ডেভিলসদের সংগ্রহ ১৩ পয়েন্ট।

এমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।