বিডিটিকিটসে সিনেমা ও লঞ্চের টিকিট


প্রকাশিত: ১২:৩২ এএম, ২১ সেপ্টেম্বর ২০১৫

বিডিটিকিটসডটকম সম্প্রতি ক্যাশ অন ডেলিভারি ও পে অ্যাট রবি সেবা নামে দুটি নতুন পেমেন্ট পদ্ধতি চালু করেছে। আর ই-টিকিটিংয়ে নতুন করে যুক্ত হয়েছে সিনেমা ও লঞ্চের টিকিট। এর আগে বাস টিকেটের অফার দিয়ে প্লাটফরমটির যাত্রা শুরু হয়েছিল। শিগগিরই এই প্লাটফরমে অন্যান্য আরো টিকিট কাটার সুবিধা আনা হবে।

বিডিটিকিটসডটকমে এখন ব্লকবাস্টার সব সিনেমার টিকিট পাওয়া যাচ্ছে। শিগগিরই অন্যান্য সিনেমা পরিবেশকদের টিকিটও পাওয়া যাবে এই প্লাটফরমে। এছাড়া এখানে কয়েকটি রুটের লঞ্চ টিকিটও পাওয়া যাচ্ছে। কিছু দিনের মধ্যে আরো বিভিন্ন লঞ্চের টিকিট চালুর পরিকল্পনা রয়েছে বলে বিডিটিকিটস সূত্র জানিয়েছেন।

ইতোমধ্যে বিডিটিকিটসডটকমে দেশের ৬০০টি রুটে চলাচলকারী প্রধান প্রধান ২০টি বাসের টিকিট পাওয়া যাচ্ছে। এ মুহূর্তে ১০ হাজারের বেশি টিকিট পাওয়া যাচ্ছে এর মাধ্যমে।

যে কেউ বিডিটিকিটসডটকম ভিজিট করে কাঙ্ক্ষিত বাস, লঞ্চ ও সিনেমার টিকিট নির্বাচন করতে এবং পোর্টালের নির্দেশনা অনুযায়ী সুবিধা মতো পেমেন্ট চ্যানেল ব্যবহার করে স্বাচ্ছন্দে টিকিট কিনতে পারবেন।

সেবা গ্রহণের ৭২ ঘণ্টা আগে ক্যাশ অন ডেলিভারি সেবাটি প্রযোজ্য হবে। অন্যদিকে সরাসরি রবি সেবা থেকে নগদ টাকায় টিকিট কিনতে পারবেন গ্রাহকরা।

আরএম/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।