সচিবালয়ে জলাবদ্ধতা : দুর্ভোগ চরমে
রাজধানীতে রোববার মাত্র ১৮ মিলিমিটার বৃষ্টিপাতেই প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের বিভিন্ন পয়েন্টে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এর ফলে চরম দুর্ভোগে পড়েছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। কেউ বাধ্য হয়ে জুতা ভিজিয়ে, প্যান্ট গুটিয়ে আধা ভেজা হয়ে চলাচল করছেন।
জলাবন্ধতায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নারী কর্মচারীরা। দুপুর একটার দিকে অনেককে আধাভেজা অবস্থায় ৬ নম্বর ভবনে প্রবেশ করতে দেখা গেছে। পানির কারণে কেউ কেউ পথ ঘুরে ভবনগুলোর সংযোগ সেতু দিয়ে আসা-যাওয়া করছেন।
রোববার সকাল ৬টা থেকে দুপুর পর্যন্ত ঢাকায় ১৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এতে সচিবালয়ের ৬ নম্বর ভবনের দক্ষিণ পাশে প্রায় হাটু সমান পানি জমে গেছে। ৬ নম্বর ভবনের পশ্চিম পাশে, ৩ নম্বর ভবনের পেছনের চালাচলের মূল পথটিও পানির নিচে তলিয়ে গেছে।
ক্লিনিক ভবনের পেছনে ও পূর্ব পাশে পানি জমলেও কিছুক্ষণ পর তা সরে যায়। তিন নম্বর ভবনের মাঝের বাগানটিতে পানি জমে গেছে। বাগানের উত্তর পাশটি পানিতে ডুবে রয়েছে।
জাতীয় প্রেসক্লাবের দিকে যে স্থান দিয়ে পানি সরে সেখানকার পানির লেভেল সচিবালয়ের পানির লেভেল থেকে বেশি হওয়ায় পানি সরতে দেরি হচ্ছে। তাই সচিবালয়ের ভেতরে পানি জমেছে বলে সূত্রে জানা গেছে।
একে/পিআর