রাশিয়া বিশ্বকাপের কাউন্টডাউন শুরু


প্রকাশিত: ০৬:২৮ এএম, ২০ সেপ্টেম্বর ২০১৫

মস্কোর রেড স্কয়ারে শুক্রবার শুরু হয়ে গেলো আগামী ফুটবল বিশ্বকাপের ১০০০ দিনের কাউন্টডাউন। ২০১৮ সালে রাশিয়ার ১১টি শহরে অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপ।

বেশ ধুমধাম করে পরবর্তী বিশ্বকাপের আগমনী উৎসব পালন করলেন রাশিয়ার উদ্যোক্তারা। নাচ-গান, চোখধাঁধানো আলোর খেলা, দর্শকের ঢল সবমিলিয়ে তৈরি হয়েছিল এক উৎসবের ঢল।
 
২০১৪ সালে শীতকালীন অলেম্পিকের আয়োজক শহর সোচি থেকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে বলেন, ‘রাশিয়ার ১১টি শহরে বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি পূর্ণোদ্দমে চলছে। বিশ্বে সেরা ৩২ দেশের স্কোয়াডকে স্বাগত জানাতে এখানে সবকিছু প্রস্তুত।’

যোগ করেন, ‘রাশিয়ার রাজধানীতে এক আনন্দের মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি। বিশ্বকাপ আর আমাদের মাঝে মাত্র ১০০০ দিনের ব্যবধান। আমি সবাইকে জানাতে চাই, ফুটবল বিশ্বকাপের জন্য রাশিয়া তৈরি।’

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গত তিন বিশ্বকাপজয়ী দলের তারকারা। জার্মানির লোথার ম্যাথিউজ, ইতালির জিয়ানলুকা জামব্রোতা, স্পেনের ফার্নান্ডো হিয়েরো এবং স্বাগতিক রাশিয়ার সেরা ফুটবলার অ্যালেক্স মার্টিন। একে একে সবাই মঞ্চে উঠে এসে উৎসবে যোগ দেন।

এদিন গত তিন বিশ্বকাপজয়ী দল ও আয়োজক দেশসহ মোট ১৬টি দেশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ হয়। ফাইনালে রাশিয়াকে ৪–২ ব্যবধানে পরাস্ত করে স্পেন।

আরটি/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।